সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা সংক্রমণ প্রতিরোধে মোবাইল কোর্টের মাধ্যমে ২৩ জনকে জরিমানা করা হয়েছে।
আজ রবিবার সকাল ১০ টার সময়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট আমতলী পৌর শহরের বিভিন্ন সড়কে পরিচালিত অভিযানে মাধ্যমে করোনা সংক্রমনে সরকারি নির্দেশনা অমান্য ও জনসচেতনতা বাড়াতে পথচারী,যানবাহন ব্যাবসা প্রতিষ্ঠানের ২৩ জনকে জরিমানা করেন।
এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম বাপ্পি বলেন,করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।তাই সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।